ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

আওয়ামী লীগ

চাল আত্মসাতের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
চাল আত্মসাতের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

মানিকগঞ্জ: চাল আত্মসাৎ ও অবৈধ মজুদের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে এক ডিলারকে গ্রেফতার করে হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে তাকে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতার ডিলার আবু বকর সিদ্দিক ধল্লা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

সিংগাইর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুনা লায়লা বাংলানিউজকে বলেন, রোববার (১২ এপ্রিল) সন্ধ্যার পর ধল্লা ইউনিয়নের ডিলার আবু বকর সিদ্দিকের গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানকালে দেখা যায়, ওই ডিলার চলতি মাসের বরাদ্দকৃত দুই হাজার ৬৭০ কেজি এবং গতমাসের ২ হাজার ২০০ কেজি চাল খোলা বাজারে বিক্রি না করে সেখানে গোপনে মজুদ রেখেছিলো। সরকারি চাল আত্মসাৎ এবং গোপনে মজুদ রাখার অভিযোগে তাকে আটক করা হয়। এ ঘটনায় ধল্লা ইউনিয়নের ট্যাগ অফিসার মো. নাজিমুদ্দিন বাদি হয়ে ওই ডিলারের বিরুদ্ধে থানায় একটি নিয়মিত মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।