ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ময়মনসিংহে কর্মহীনদের পাশে মহানগর যুবলীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
ময়মনসিংহে কর্মহীনদের পাশে মহানগর যুবলীগ ময়মনসিংহে কর্মহীনদের পাশে মহানগর যুবলীগ। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহে করোনা ভাইরাসের ছুটিতে কর্মহীন হয়ে পড়া এক হাজার অসহায় দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে মহানগর যুবলীগ।

সোমবার (৩০ মার্চ) দুপুরে নগরের ৩০টি স্থানে ঘরে ঘরে গিয়ে কর্মহীন এসব পরিবারকে খাদ্যসামগ্রী তুলে দেন মহানগর যুবলীগের আবায়ক শাহীনূর রহমান।  

খাদ্যসামগ্রী বিতরণ শেষে মহানগর যুবলীগের আহবায়ক শাহীনূর রহমান বলেন, করোনা ভাইরাস সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দুস্থ ও অসহায় মানুষ।

হঠাৎ কর্মহীন হয়ে পড়া এসব মানুষ কষ্টে দিন কাটাচ্ছেন। এ সময়টাতে তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই সাধ্যমত এসব অসহায় মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করছি। আমরা ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটুর সহযোগীতায় কর্মহীন এসব পরিবারকে তিন দিনের খাদ্যসামগ্রী চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ঘরে ঘরে গিয়ে পৌঁছে দিয়েছি। সেই সঙ্গে তাদের মসিকের সচেতনতামূলক লিফলেট, সাবান, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারও দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২০
একে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।