ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

না’গঞ্জে পুলিশি বাধায় বিএনপির মানববন্ধন পণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, সেপ্টেম্বর ১২, ২০১৯
না’গঞ্জে পুলিশি বাধায় বিএনপির মানববন্ধন পণ্ড মানববন্ধন, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পুলিশের বাধায় বিএনপির মানববন্ধন কর্মসূচি পণ্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনের আয়োজন করে মহানগর বিএনপি।

বিএনপি নেতাকর্মীরা বাংলানিউজকে জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে মহানগর বিএনপি।

এই উপলক্ষে নেতাকর্মীরা সেখানে জড়ো হলে পুলিশ এতে বাধা দেয়। এর পর গ্রেফতার আতঙ্কে পুলিশি বাধায় মানববন্ধন পণ্ড হয়ে যায়।

এতে উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, আবু আল ইউসুফ খান টিপু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।