ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বিএনপি

মহিলা দল নেত্রী রাজিয়া আলীম গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৯
মহিলা দল নেত্রী রাজিয়া আলীম গ্রেফতার মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলীম, ফাইল ফটো

ঢাকা: জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণের সভানেত্রী রাজিয়া আলীমকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।

বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে তার পুরান ঢাকার নয়াবাজার বাগডাসা লেনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

তিনি বলেন, বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে আয়োজিত মানববন্ধনে যোগ দিয়ে বাসায় যাওয়ার পর বংশাল থানার পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে।

এই নেত্রীর বিরুদ্ধে বিভিন্ন মামলা আছে জানিয়ে সুলতানা বলেন,  রাজিয়া আলীমকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে, সেটা এখন বলতে পারছি না।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৯
এমএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।