ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

রাজনীতি

যশোরে মহিলা লীগের নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩৯, সেপ্টেম্বর ৩, ২০১৯
যশোরে মহিলা লীগের নারী সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের লোগো

যশোর: যশোরে মহিলা লীগের নারী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের টাউন হল ময়দানে এই কর্মী সমাবেশের আয়োজন করে জেলা মহিলা আওয়ামী লীগ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

এই কর্মী সমাবেশ প্রমাণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়েছে।

নারীরা এখন অনেক বেশি সচেতন উল্লেখ করে তিনি বলেন, সরকারের বিভিন্ন উদ্যোগের কারণে সব জায়গায় পুরুষের পাশাপাশি নারীরা দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাই দেশের আর্থিক অবস্থার দ্রুত পরিবর্তন হচ্ছে।

জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজাহান ইসলাম নীরার সভাপতিত্বে কর্মী সমাবেশে আরও বক্তব্য দেন- যশোর জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শেখ রোকেয়া পারভীন ডলি, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজেদা পারভীন, যশোর জেলা পরিষদের সদস্য হাজেরা পারভীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
ইউজি/পিএম/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ