ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

চিকিৎসা-অবহেলায় খালেদার মৃত্যু হলে সরকার দায়ী হবে: দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৯
চিকিৎসা-অবহেলায় খালেদার মৃত্যু হলে সরকার দায়ী হবে: দুলু বক্তব্য রাখছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি: বাংলানিউজ

নাটোর: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। চিকিৎসার অবহেলায় তার মৃত্যু হলে সে দায় সরকারকেই নিতে হবে। 

রোববার  (২৮ জুলাই) বেলা ১১টায় নাটোরের আলাইপুরে দলের কার্যালয়ে জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দুলু বলেন, খালেদা জিয়াকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি।

আমরা আশঙ্কা করছি এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র আছে। আমরা সাফ জানিয়ে দিতে চাই- দেশনেত্রীর যদি কোনো প্রকার শারীরিক ক্ষতি হয়, এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক এমপি কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবিনা ইয়াসমিন ছবি, শহিদুল ইসলাম বাচ্চু, কাজী শাহ আলম, সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।