ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে ভোলায় উন্নয়ন কনসার্ট

ভোলা: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশের নেতা নন তিনি আন্তজার্তিক বিশ্বে একজন মহান নেতা। তার নেতৃত্বে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। আজ বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হবে।

সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভোলায় উন্নয়ন কনসার্ট উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে কেউ ভোলার নদী ভাঙন রোধ করেনি।

প্রধানমন্ত্রী নদী ভাঙন রোধে তিন হাজার কোটি টাকার বরাদ্দ দিয়েছেন। দেশের গ্রামগুলো শহরের পরিণত হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে হত্যা লুটপাট করেছে। অনেক অপকর্ম করেছে। এমন কোনো নেতা নেই যাকে বিএনপি অত্যাচার থেকে রক্ষা করেছে। সেই স্মৃতি এখনও মানুষের মনে আছে।

অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ উন্নয়ন কনসার্টে আরো বক্তব্য রাখেন সাংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর। সংস্কৃতিমন্ত্রী বলেন, বাস্তবে মঙ্গার কোনো অস্তিত্ব নেই। সেটি এখন জাদুঘরে। আজকে বাংলাদেশের দিগন্ত জুড়ে সবুজের ধান ক্ষেত শিল্প প্রতিষ্ঠান। দেশের প্রতিটি গ্রামে গ্রামান্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

এরআগে, জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দেশ বরণ্য শিল্পী রেশমি মির্জা, অনুরাধা মুক্তি, হ্রদয় খান, ফিডব্যাক ও মমতাজ সংগীতদ পরিবেশন করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার মোকতার হোসেন, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।