ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

বিএনপি

‘আ.লীগ আবারও ফাঁকা মাঠে গোল দিতে চাইছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
‘আ.লীগ আবারও ফাঁকা মাঠে গোল দিতে চাইছে’ বক্তব্য দিচ্ছেন অ্যাডভোকেট মজিবর রহমান সারওয়ার। ছবি: বাংলানিউজ

বরিশাল: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবৈধভাবে কারাবন্দি রেখে সরকার আবারও ফাঁকা মাঠে গোল দিতে চাইছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান সারওয়ার।

বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে নগরের অশ্বিনী কুমার হলে আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ মন্তব্য  করেন।

সভার সভাপতিত্বে করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহবুবুর রহমান পিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে সারওয়ার বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগ পাতানো নির্বাচন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবৈধভাবে কারাবন্দি রেখে আওয়ামী লীগ সরকার আবারও ফাঁকা মাঠে গোল দিতে চাইছে। তারা ভোটের পাশাপাশি স্বর্ণ চুরি, কয়লা চুরি, ব্যাংক থেকে অর্থ লুট করছে। বিএনপি আবারও ক্ষমতায় আসবে। আর প্রত্যেকের পাই টু পাই হিসাব দিতে হবে।  

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়াকে কারামুক্ত করে নির্বাচনে অংশ নিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে। দেশের মাটিতে গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।

সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউদ্দিন সিকদার জিয়া, স্বেচ্ছাসেবক দলের বরিশাল জেলার ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান আউয়াল প্রমুখ।

সভার আগে অশ্বিনী কুমার হলের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবর রহমান।

এদিকে ঝালকাঠিতে পুলিশের বাধায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে বলে জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম লিটন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।