ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ফের ক্ষমতায় এলে রাসেদ চৌধুরীকে ফিরিয়ে আনা হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
ফের ক্ষমতায় এলে রাসেদ চৌধুরীকে ফিরিয়ে আনা হবে বক্তব্য রাখছেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: আইন, বিচার, ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের আইন অনুযায়ী ফাঁসি দেওয়া হবে না, তা কি করে হয়। এ নিয়ে কানাডার সঙ্গে কথা হচ্ছে। বিএনপি ক্ষমতায় থাকার সময় রাসেদ চৌধুরীকে আমেরিকায় থাকার ব্যবস্থা করে দিয়েছিল। আবার ক্ষমতায় এলে রাসেদ চৌধুরীকে ফিরিয়ে আনা হবে। 

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে ১৫ আগস্ট উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শোক সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর বঙ্গবন্ধুর খুনিদের বিদেশে চাকরি দিয়েছিল, কারণ তার ভয় ছিল খুনিরা দেশে ফিরে তার নাম বলে দিতে পারে।

জিয়াউর রহমান ৬ বছর ক্ষমতায় ছিলেন। তারপর তাকে গুলি করে হত্যা করা হয়। কেউ তার বিচার করেনি। আমরা এর বিচারের কথা বলেছি।  

তিনি আরেও বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ৩২ নম্বরে তার মরদেহ ফেলে রাখা হয়েছিল। ১৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে হেলিকপ্টারে করে গোপালগঞ্জে নিয়ে যাওয়া হয়েছিল। যে দেশের জন্য দিনের পর দিন তিনি জেল খেটেছেন, এতকিছু করেছেন অথচ মৃত্যুর পর তার সঙ্গে বেইমানী করা হয়েছে।

আনিসুল হক বলেন, ডিসেম্বরের নির্বাচনে আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাই আপনারা নিজ এলাকার নৌকা মার্কার প্রার্থীকে ভোট দেবেন।

আখাউড়া সড়ক বাজারে মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়সার জীবন, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম ভূঁইয়া প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।