ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

বিএনপি

নিরপেক্ষ সরকারের দাবি আদায় করেই নির্বাচনে যাবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
নিরপেক্ষ সরকারের দাবি আদায় করেই নির্বাচনে যাবে বিএনপি নিহত রায়হানের মা রেহেনা বেগমের হাতে চেক তুলে দিচ্ছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ছবি: বাংলানিউজ

কুমিল্লা: আন্দোলনের মাধ্যমে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত এবং নিরপেক্ষ সরকারের দাবি আদায় করেই বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

সোমবার (১৩ আগস্ট) কুমিল্লার দাউদকান্দি সদরের দোনারচরে স্থানীয় বিএনপি আয়োজিত সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত জুয়েল প্রধান রায়হানের বিদেহী আত্মার শান্তি কামনায় শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ড. মোশাররফ এসব কথা জানান।

বিএনপির এ নেতা বলেন, ক্ষমতা দীর্ঘায়িত করতে বর্তমান সরকার ৫ জানুয়ারির মতো নির্বাচন করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দেওয়া সেই ষড়যন্ত্রেরই অংশ।  

শোকসভা শেষে ড. মোশাররফ ফাউন্ডেশনের পক্ষ থেকে নিহত রায়হানের মা রেহেনা বেগমের হাতে পাঁচ লাখ টাকার একটি চেক তুলে দেন তিনি। এসময় রেহেনা বেগম আবেগাপ্লুত হয়ে পড়েন। এছাড়া ‍ওই দুর্ঘটনায় আহত দুইজনকেও সহায়তা করেন তিনি।

এসময় বিএনপি নেতা এনামুল হক সরকারের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা দেলোয়ার হোসেন মিয়াজী, রমিজ উদ্দিন লন্ডনী, আজহারুল হক শাহীন, নুর মো. সেলিম সরকার, নুরুল আমীন সরকার, আরিফ মাহামুদ, কাউসার আলম সরকার, খন্দকার বিল্লাল হোসেন (সুমন কমিশনার), আব্দুল মতিন, ভিপি শাহাবুদ্দিন ভূইয়া, ভিপি জাহাঙ্গীর আলম, শাহ্ আলম সরকার, কমিশনার মোস্তাক, মাওলানা আব্দুল লতিফ, বাবুল মোল্লা, শরীফ চৌধুরী, মোশাররফ হোসেন হাজারী, জিএস কামরুজ্জামান ফকির, আল-আমিন সরকার, আব্দুল বাসেদ, আসাদুজ্জামান লিমন, ফরিদা ইয়াসমিন ডলি ও আইরিন সরকার প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad