ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আওয়ামী লীগ

ওয়ারীতে যুবলীগের ৩ নেতা-কর্মী গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
ওয়ারীতে যুবলীগের ৩ নেতা-কর্মী গুলিবিদ্ধ আহত যুবলীগ নেতা রবিন

ঢাকা: রাজধানীর ওয়ারীর দক্ষিণ মুহসেন্দি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী যুবলীগের তিন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহতরা হলেন, ওয়ারী থানা ৪১নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক মো. জুয়েল (৩৫), ওয়ার্ডের ৩ নং ইউনিট যুবলীগের সভাপতি রবিন (৩০) ও ওয়ার্ড যুবলীগের সদস্য কাজল ইসলাম (৩৫)।

শনিবার (১১ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে দুর্বৃত্তরা যুবলীগ নেত-কর্মীদের ওপর হামলা করে। আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত কাজল ইসলাম জানান, রাতে তারা ৮/৯ জন মিলে দক্ষিণ মুহসেন্দি বনফুল হোটেলের সামনে একটি কসাইয়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় হঠাৎ ৪/৫ জন মুখোশধারী যুবক তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে মুহূর্তের মধ্যেই দৌড়ে পালিয়ে যান। দুর্বৃত্তদের চিনতে পারেননি বলেও জানান আহত যুবলীগ কর্মী কাজল।  

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, আহত তিনজন পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, গুলিতে আহতের ঘটনা শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।