ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দাবি পূরণ করবেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, আগস্ট ২, ২০১৮
প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দাবি পূরণ করবেন মহিলা সমাবেশ ও ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভা

টাঙ্গাইল: তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের দাবি পূরণ করবেন। ওদের দাবিগুলো মানবিক। ওদের দাবিগুলোয় যুক্তি আছে। প্রধানমন্ত্রী দাবিগুলো সুষ্ঠুভাবে সমাধান করবেন। 

বৃহস্পতিবার (০২ জুলাই) টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত মহিলা সমাবেশ ও ১৫ আগস্ট উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারানা হালিম বলেন, লাইসেন্স বিহীন যানবাহন চলবে না।

কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। ফেসবুকে অনেক সময় বিভ্রান্তকর তথ্য যায়। বিভ্রান্তকর তথ্যে যেন আমরা বিভ্রান্ত না হই।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক দেওয়ান তাহমিনা হকের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), সংরক্ষিত মহিলা আসনের (টাঙ্গাইল-৫) এমপি মনোয়ারা বেগম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাজাহান আনসারী, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিনু আলাহলী, যুগ্ন সাধারণ সম্পাদক রুমা খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।