ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আওয়ামী লীগ

স্বাধীনতাবিরোধীরা দেশকে অকার্যকর করার চেষ্টা করেছিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
স্বাধীনতাবিরোধীরা দেশকে অকার্যকর করার চেষ্টা করেছিল অগ্রণী ব্যাংকের ৯৪৪তম শাখার উদ্বোধনী অনুষ্ঠান

লালমনিরহাট: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, স্বাধীনতাবিরোধীরা বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল। তাদের সেই অপচেষ্টা রুখে দিয়েছে দেশের মানুষ।

শনিবার (২১ জুলাই) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে অগ্রণী ব্যাংকের ৯৪৪তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী দেশের চলমান উন্নয়নকে সচল রাখতে আওয়ামী লীগের পাশে থাকার আহ্বান জানান।

অগ্রণী ব্যাংক তুষভান্ডার শাখার ব্যবস্থাপক মাসুমুর রশিদের সভাপতিতে বক্তব্য রাখেন- অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামস্ উল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক নুরুল আহসান, রংপুর সার্কেলের মহা-ব্যস্থাপক গোলাম মোস্তফা, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান ও তুষভান্ডার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুলাই ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।