ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপির কর্মসূচিতে ফাঁকা গুলি-লাঠিচার্জ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
বিএনপির কর্মসূচিতে ফাঁকা গুলি-লাঠিচার্জ, আহত ২০ বাম থেকে বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ ও আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: নোয়াখালীতে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে ফাঁকা গুলি নিক্ষেপ ও লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন দলের নেতাকর্মীরা। 

শুক্রবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে সমাবেশ চলাকালীন এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদশীরা জানায়, নোয়াখালী প্রেসক্লাবের সামনের চত্বরে বিএনপি’র কর্মসূচি চলাকালে এর আশপাশে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত হয়।

এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও সংঘর্ষ এড়াতে পুলিশ শর্টগানের ফাঁকা গুলি নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে বিএনপির সমাবেশ ছত্রভঙ্গ করে দেয়। এসময় বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়।  

এর আগে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা সার্কিট হাউস সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জজ কোর্ট সড়কে নোয়াখালী প্রেসক্লাবের সামনে আসেন। এখানে নেতাকর্মীরা সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করেন।  

জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফজলে এলাহী (ভিপি পলাশ) অভিযোগ করেন, সমাবেশ চলাকালীন যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা অতর্কিত হামলা চালায়। এতে অন্তত ২৫ জন আহত হন। আহতদের মধ্যে যুবদল নেতা সোহাগ, হানিফ, ছাত্রদলের সজীব, হৃদয়সহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

সুধারাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গুলির বিষয়টি সত্য নয়। তবে দু’পক্ষের সংঘর্ষ এড়াতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করেছে।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
আরএ  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।