ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

এরশাদের সঙ্গে শ্রিংলার বৈঠক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এরশাদের সঙ্গে শ্রিংলার বৈঠক হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবনে হর্ষ বর্ধন শ্রিংলা

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত ঘণ্টাব্যাপী স্থায়ী হয় বৈঠকটি।

মঙ্গলবার (১৭ জুলাই) এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে অনুষ্ঠিত ওই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও এরশাদের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়, ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) রাজেশ উইকে।
 
সুনীল শুভরায় বাংলানিউজকে জানান, দ্বি-পাক্ষিক স্বার্থ সংশ্লিস্ট বিষয়ে আলোচনা হয়েছে।

সেখানে দু’দেশের মধ্যে সহযোগিতা, বাণিজ্য বৃদ্ধি নিয়ে কথা হয়েছে।
 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী নির্বাচনের প্রসঙ্গ উঠেছিল। তারা (ভারত) অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। আমরাও অভিন্ন মত ব্যক্ত করেছি।
 
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এসআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।