ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করার আহ্বান কামরানের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
স্বাধীনতার প্রতীক নৌকাকে বিজয়ী করার আহ্বান কামরানের গণসংযোগকালে বদর উদ্দিন আহমেদ কামরান। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাচনে ধর্ম-বর্ণ নির্বিশেষে ভোট দিয়ে স্বাধীনতার প্রতীক ‘নৌকা’কে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান।

মঙ্গলবার (১৭ জুলাই) সিলেট নগরীর আম্বরখানা মণিপুরীপাড়া, সুনামগঞ্জ রোড, হাউজিং এস্টেট এলাকায় গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান।

কামরান বলেন, দেশবাসীর প্রাণের সংগঠন আওয়ামী লীগ।

নৌকা হচ্ছে সাম্য ও সম্প্রীতির প্রতীক। নৌকা বিজয়ী হলে সমাজ ও রাষ্ট্রে সুন্দর পরিবেশ বিরাজ করে, দৃঢ় হয় সম্প্রীতির বন্ধন।
 
তিনি বলেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির আদর্শ জনপদ। এখানে বসবাসকারী বিভিন্ন ধর্মের লোকজনের পরস্পরের সঙ্গে রয়েছে চমৎকার সম্পর্ক। সবাই পরস্পরের সুখ-দুঃখের সঙ্গী। কারো কোনো অনুষ্ঠান হলে সবাই মিলে তা উপভোগ করেন। এ সম্পর্ক আরো দৃঢ় করতে এবারের নির্বাচনে নৌকা প্রতীককে জয়ী করুন।
 
নগরের আম্বরখানা-মণিপুরীপাড়ায় গণসংযোগকালে সেখানকার লোকজন কামরানকে স্বাগত জানান। এ সময় কামরান সবার সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের আশীর্বাদ ও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন। তারাও নির্বাচনে কামরানকে সার্বিকভাবে সহযোগিতা করার আশ্বাস দেন।
 
এ সময় উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি, সেলিম আহমদ, অ্যাডভোকেট আফছর আহমদ, বেলাল খান, বেণু ভূষণ ব্যানার্জী, পরিমল সিংহ, লিকজিং সিংহ, পঞ্চ সিংহ, প্রমোদ সিংহ, নিকজিত সিংহ, সুতরাং সিংহ, খোকন মিয়া, সুব্রত সামন্ত সরকার, শফিক উদ্দিন ইমদাদ হোসেন ইমু, বখতিয়ার হোসেন প্রমুখ।
 
এদিকে দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নৌকার সমর্থনে মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন।

সভায় মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমেদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, আওয়ামী লীগ নেতা মুরাদ আহমদ।  

নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগ সভাপতি ডা. সৌরভ সরকার, সাধারণ সম্পাদক ডা. স্বজল এস চক্রবর্তী, ইন্টার্ন চিকিৎসক পরিষদ সভাপতি ডা. অরুপ কুমার খা, সাধারণ সম্পাদক ডা. নাহিদ খান সোহাগ, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক শিউলী আক্তার, উপসেবা তত্ত্বাবধায়ক ইলা রাণী দেব, নার্সেস অ্যাসোসিয়েশন সিলেট শাখার প্রধান উপদেষ্টা পরিমল বণিক, সভাপতি শামীমা নাছরিন, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।