ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

সিসিকে নৌকার পক্ষে ৯ মেয়রের গণসংযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
সিসিকে নৌকার পক্ষে ৯ মেয়রের গণসংযোগ সিসিক নির্বাচনে কামরানকে নৌকা প্রতীকে বিজয়ী করতে ৯ মেয়রের গণসংযোগ। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে নৌকা প্রতীকে গণসংযোগ করেছেন ৯ মেয়র প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে প্রচারণা চালান তারা।  

রোববার (১৫ জুলাই) নগরের মির্জাজাঙ্গাল থেকে গণসংযোগ শুরু করেন কুটালিপাড়ার মেয়রসহ সিলেট বিভাগের ৯ পৌর মেয়র।

এ সময় বক্তারা বলেন, সিলেটে নৌকার প্রতীকের জোয়ার ওঠেছে।

প্রতিটি মানুষের মুখে এখন শুধু নৌকার স্লোগান। মানুষ পরিবর্তনের ডাক দিয়েছে। তাই নৌকা প্রতীককে বিজয় করা হলে সিলেটবাসী সর্বক্ষেত্রে উন্নয়নের ছোয়া পাবে।

তারা আরও বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের হাতে নৌকার প্রতীক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী ৩০ জুলাই নৌকাকে বিজয় করে শেখ হাসিনাকে সিলেটবাসীর পক্ষ থেকে উপহার দেওয়া হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মেয়র অ্যাসোসিয়েসনের সভাপতি কুটালিপাড়ার মেয়র আব্দুল বাতেন, সুনামগঞ্জের পৌর মেয়র নাদের বখত, মৌলভীবাজারের পৌর মেয়র ফজলুর রহমান, বড়লেখার পৌর মেয়র আব্দুল ইমাম মো. কামরান চৌধুরী, কমলগঞ্জের পৌর মেয়র জুয়েল আহমদ, কানাইঘাটের পৌর মেয়র নিজাম উদ্দিন আল-মিজান, বিয়ানীবাজারের পৌর মেয়র আব্দু শুকুর, জকিগঞ্জের পৌর মেয়র মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, ছাতকের পৌর মেয়র আবুল কালাম, কুলাউড়ার পৌর মেয়র শফি-আলম ইউনুস, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম নিজাম উদ্দিনসহ ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।