ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

আ’লীগ সবাইকে নিয়ে নির্বাচন করতে চায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
আ’লীগ সবাইকে নিয়ে নির্বাচন করতে চায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন

গোপালগঞ্জ: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আওয়ামী লীগ কী কারণে নির্বাচন বানচাল করতে যাবে। আমরা তো সবাইকে নিয়ে নির্বাচন করতে চায়।

শনিবার (৩০ জুন) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল প্রসঙ্গে বিএনপি নেতাদের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, এখন আমাদের কোনো জিনিসই যদি তাদের পছন্দ না হয়, তাহলে আমরা কিভাবে তাদের পছন্দ করাবো।

আমরা তো এক সময় বিরোধী দলে ছিলাম, আমাদের সঙ্গে তারা কী আচরণ করছে, সবাই সেটা দেখেছে। তারপরও আন্দোলন করে আমরা ক্ষমতায় আসছি। তাদের আন্দোলন করতে অসুবিধা কোথায়? 

সম্প্রতি হয়ে যাওয়া সিটি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, নির্বাচন শুরু হওয়ার আগেই বিএনপি বলছে ১০০ জায়গায় (কেন্দ্রে) তাদের এজেন্ট নাই। তাদের এজেন্টও কী আমরা দিয়ে দেবো? এজেন্ট দেওয়া তো তাদের দায়িত্ব। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়, মুখোমুখি অবস্থা হয় এটা শুধু বাংলাদেশেই নয়, আমেরিকার মতো জায়গাও তো হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন- ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন মৃধা, ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি সুভাষ চন্দ্র সাহা, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আরিফুর রহমান, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লিকু, জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাবুদ্দিন হিটু, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ৩০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।