ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিএনপি

খালেদার মুক্তি দাবিতে ৩ জেলায় বিএনপির বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জুন ২১, ২০১৮
খালেদার মুক্তি দাবিতে ৩ জেলায় বিএনপির বিক্ষোভ খালেদার মুক্তি দাবিতে ৩ জেলায় বিএনপির বিক্ষোভ। ছবি: বাংলানিউজ

বরিশাল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বরিশাল, পটুয়াখালী এবং ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটি।

সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ জুন) সকাল ১১টার দিকে ওইসব জেলায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বরিশালের সদর রোড এলাকায় দলীয় কার্যালয়ের সমানে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ, বরিশাল মহানগর বিএনপির সহ-সভাপতি আখতার হোসেন মেবুল, মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আকতারুজ্জামান শামীম, দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তছলিম উদ্দিন, উত্তর জেলা জেলা যুবদল সাধারণ সম্পাদক সালাউদ্দিন পিপলু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জেএম আমিনুল ইসলাম লিপন।

এছাড়াও একই দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলায় বিক্ষোভ মিছিলটি বের করে জেলা বিএনপি।

মিছিল শেষে স্থানীয় গ্রামীণ ব্যাংক প্রাঙ্গণে সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা মো. শাহজাহান।

এতে বক্তব্য রাখেন সাবেক ছাত্র নেতা ও শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনিসুর রহমান আনিস, বিএনপি নেতা মো. ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার মো. মাহাবুব, যুবদল নেতা মনির খান প্রমুখ।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও জিয়া গবেষণা পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে একই দাবিতে সকাল ১১টায় ঝালকাঠি পৌর শহরের ফায়ার সার্ভিস সড়কের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান বাপ্পি, জেলা যুবদল সভাপতি জি এম সবুর কামরুল, সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু প্রমুখ।

সমাবেশ শেষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল শুরু করতে গেলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, জুন ২১, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।