ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ-সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জুন ২১, ২০১৮
খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ-সমাবেশ বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। ছবি: অনিক খান

ময়মনসিংহ: বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দক্ষিণ জেলা বিএনপি। 

বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে নগরীর হরিকিশোর রায় রোডের দক্ষিণ জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নতুন বাজার মোড়ে পৌঁছালে তাতে পুলিশ বাধা দেয়। পরে সেখানে দক্ষিণ জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ নগর বিএনপি’র সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, বিএনপি নেতা শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহামেদ ভুলু, মাহাবুবুল আলম, শেখ আজিজ, রতন আকন্দ, লিটন আকন্দ, আবু সাঈদ, খন্দকার মাসুদ, শহীদুল আমিন খসরু, জগলুল হায়দার, ছাত্রদল নেতা জসিম উদ্দিন জনি, এজিএস রানা, জিএস মাহাবুব, মহানগর ছাত্রদল নেতা রবিন প্রমুখ।

সমাবেশে সভাপতির বক্তব্যে ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জাতীয় সম্পদ। তার জীবনের মূল্য আমাদের কাছে অনেক বেশি। তার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক খারাপ।  

আপোসহীন নেত্রী খালেদা জিয়ার কিছু হলে সারাদেশে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। ’

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জুন ২১, ২০১৮ 
এমএএএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।