ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

দেশের ৮৭ ঈদগাহে মুসল্লিদের আপ্যায়ন করাবে জাকের পার্টি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
দেশের ৮৭ ঈদগাহে মুসল্লিদের আপ্যায়ন করাবে জাকের পার্টি জাকের পার্টির পতাকা

ঢাকা: পবিত্র ঈদ-উল-ফিতরে জাকের পার্টি রাজধানী ঢাকাসহ সারাদেশে ৮৭টি মহাজামাতের আয়োজন করবে। এর মাধ্যমে ৮৭টি ঈদগাহে মুসল্লিদের নানান রকম খাবার দিয়ে আপ্যায়ন করাবে দলটি। টানা সাত বছর ধরে জাকের পার্টি দেশজুড়ে ঈদ মহাজামাতের আয়োজন করছে। সেই ধারাবাহিকতায় এবারও থাকছে এ আয়োজন।

বুধবার (১৩ জুন) দুপুরে এ তথ্য বাংলানিউজকে জানান পার্টির প্রেস সচিব শামীম হায়দার।

প্রতিটি ঈদ মহানজামাতে মহাসাম্য, সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্য ও অনাবিল খুশির সমান অংশীদার ধীন-গরিব সর্বস্তরের মানুষকে এক কাতারে বসিয়ে ঐতিহ্যবাহী ঈদ খাবারের আপ্যায়ন করা হবে।

এর আগে ৮৭টি জামাতে ভেন্যুতে ঈদের আগের দিন রোজাদারদের নিয়ে অনুষ্ঠিত হবে সমাপণী ইফতার মাহফিল।

রাজধানী ঢাকার উত্তর ও দক্ষিণে দু'টি এবং দেশব্যাপী মহানগর, জেলা সদর ও সাংগঠনিক জেলায় আরো ৮৭টি ঈদ মহা জনজামাত অনুষ্ঠিত হবে। সব জামাত একযোগে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। মাসব্যাপী রোজা পালন শেষে মহিমা ও তাৎপর্য ধনী, গরবী নির্বিশেষে সবার মধ্যে পৌঁছে দিতেই এ আয়োজন করে আসছে জাকের পার্টি।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুন ১৩, ২০১৮
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।