ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিএনপি

চাঁদাবাজির মামলায় শিলখালী ইউপি চেয়ারম্যান কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৫ ঘণ্টা, জুন ৭, ২০১৮
চাঁদাবাজির মামলায় শিলখালী ইউপি চেয়ারম্যান কারাগারে

কক্সবাজার: চাঁদাবাজির মামলায় কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নুরুল হোছাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

নুরুল হোছাইন শিলখালী হাজিরঘোনা এলাকার আবদুল হাকিমের ছেলে ও উপজেলা বিএনপির উপদেষ্টা।

বৃহস্পতিবার (০৭ জুন) সকালে চকরিয়া ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চেয়ে আত্মসমর্পণ করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন বাদশার দায়ের করা এক চাঁদাবাজির মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাদির আইনজীবী অ্যাডভোকেট লুৎফুর কবির বাংলানিউজকে জানান, আসামি বিদেশ সফর করায় হাজিরা দিতে ব্যর্থ হন। এজন্য তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। পরে তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ০৭, ২০১৮
টিটি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।