ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিএনপি

দেশের অবস্থা জাতির জন্য হুমকি: ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, মে ২৭, ২০১৮
দেশের অবস্থা জাতির জন্য হুমকি: ফখরুল বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম ও অন্যরা/ছবি- শাকিল

ঢাকা: দেশের গণতন্ত্ররক্ষায় আবারও জা‌তীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে দেশের যে অবস্থা তা কোনো ব্য‌ক্তি বা দ‌লের জন্য নয়, গোটা জাতির জন্য হুম‌কি হ‌য়ে দাঁড়ি‌য়ে‌ছে।

রোববার (২৭ মে) রাজধানীর এ‌শিয়া হোটেলে নাগ‌রিক ঐক্য আয়োজিত ইফতা‌র মাহ‌ফি‌লে তিনি একথা বলেন।
 
মির্জা ফখরুল ব‌লেন, দে‌শে চলমান যে সংকট তা পুরো জা‌তির জন্য সংকট।

দে‌শে কেউ এখন নিরাপদ নয়। তাই এ অবস্থায় আমরা য‌দি ঐক্যবদ্ধ না হ‌তে পা‌রি তাহ‌লে জা‌তি ক্ষমা কর‌বে না।
 
গণত‌ন্ত্রের নেত্রী খা‌লেদা জিয়া‌কে সরকার ভয় পে‌য়ে কারাব‌ন্দি ক‌রে রে‌খে‌ছে দাবি করে বিএন‌পির মহাস‌চিব ব‌লেন, তার মু‌ক্তি ছাড়া নির্বাচন নি‌য়ে চিন্তা স‌ঠিক হ‌বে ব‌লে ম‌নে ক‌রি না। বরং আমরা (বিএন‌পি) ম‌নে ক‌রি নির্বাচন হতে হলে লে‌ভেল প্লে‌য়িং ফিল্ড তৈ‌রি হ‌তে হ‌বে, সংসদ ভে‌ঙে দি‌তে হ‌বে, সেনাবা‌হিনী মোতা‌য়েন কর‌তে হ‌বে। ‌নির্বাচন হ‌বে নির্দলীয় সরকা‌রের অধী‌নে। তাছাড়া নির্বাচন অর্থবহ হ‌বে ব‌লে ম‌নে ক‌রি না।
 
নাগিরক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে ইফতার মাহ‌ফি‌লে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তফ্র‌ন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরু‌দ্দোজা চৌধুরী, বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গণস্বাস্থ্যের প্র‌তিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণ‌ফোরামের নির্বাহী সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট সুব্রত চৌধুরী, জাতীয় সমাজতা‌ন্ত্রিক দলের সভাপ‌তি আ স ম আব্দুর রব, বিপ্লবী ওয়ার্কাস পা‌র্টির সাধারণ সম্পাদক কম‌রেড সাইফুল হক, ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের শিক্ষক ড. আ‌সিফ নজরুল, বিএনপির সাংগঠ‌নিক সম্পাদক শামা ওবা‌য়েদ, বাংলা‌দেশ ন্যা‌পের মহাস‌চিব এম গোলাম মোস্তফা ভুইয়া, ন্যাশনাল ডে‌মো‌ক্রে‌টিক পা‌র্টির ভারপ্রাপ্ত মহাস‌চিব মঞ্জুর হো‌সেন ঈসা, সোনার বাংলা পা‌র্টির চেয়ারম্যান শেখ আব্দুর নূর, ‌বিকল্প ধারা বাংলা‌দে‌শের মহাস‌চিব মেজর (অব.) আব্দুল মান্নান, আইনজীবী শাহদীন মা‌লিক প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, মে ২৭, ২০১৮
এমএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।