ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

মাদকের ব্যাপারে কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, মে ২৫, ২০১৮
মাদকের ব্যাপারে কোনো সুপারিশ গ্রহণযোগ্য হবে না নলছিটি পৌরসভার মিলনায়তন উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ছবি বাংলানিউজ

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, মাদক ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে। এর কারণে আজ প্রতিটি পরিবার আতঙ্কিত। মাদকের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে আর মাদকের ব্যাপারে কোনো সুপারিশও গ্রহণযোগ্য হবে না। 

শুক্রবার (২৫ মে) সন্ধ্যায় ঝালকাঠির নলছিটি পৌরসভা মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো দেশকে ধংস করার প্রধান অস্ত্র হচ্ছে, সেই দেশে মাদক ঢুকিয়ে দেয়া।

মাদকের ভয়াল ছোবলে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হওয়া মানে সেই দেশের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হওয়া। মাদকের কারণে কাউকে আটক করলে কোনো তদবির করা যাবে না। মাদকের বিরুদ্ধে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যুদ্ধ ঘোষণা করেছেন।

এসময় মন্ত্রী আরো বলেন, যারা মাদক বিক্রেতা ও সেবনকারী রয়েছেন তারা সাবধান হয়ে যান। সময় থাকতে আলোর পথে ফিরে আসুন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে কাউকে ছাড় দেবে না।  

নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভা মেয়র তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুস লস্কর, নলছিটি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবদুর রব প্রমুখ।

এর আগে শুক্রবার বিকেলে নলছিটি পৌরসভার মিলনায়তন উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।  

বাংলা‌দেশ সময়: ০৫০৬ ঘণ্টা, মে ২৬, ২০১৮
এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।