ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

গণতন্ত্র রক্ষায় সংসদ নির্বাচন জরুরি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, মে ১৫, ২০১৮
গণতন্ত্র রক্ষায় সংসদ নির্বাচন জরুরি বিএনএ’র কার্যালয়ে সভায় ব্যারিস্টার নাজমুল হুদা। ছবি: বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ রক্ষায় আগামী সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি। এক্ষেত্রে শেখ হাসিনা অথবা খালেদা জিয়ার কোনো ভুল সিদ্ধান্ত বাংলাদেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ হুমকিতে ফেলতে পারে।

মঙ্গলবার (১৫ মে) বিকেলে বাংলাদেশ জাতীয় জোট বিএনএ’র কার্যালয়ে দলটির এক জরুরি সভায় একথা বলেন সাবেক মন্ত্রী এ বাংলাদেশ জাতীয় জোটের চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।
 
সভায় বিএনএ’র কো-চেয়ারম্যান এবং বিএলডিপি’র চেয়ারম্যান এম নাজিম উদ্দীন আল-আজাদ বলেন, আমরা আগামী নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করবো।

আর এজন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

পবিত্র রমজান মাসে দেশের বিভিন্ন এলাকায় বিএনএ’র পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করার কথা জানানো হয়।

সভায় আরও বক্তব্য রাখেন জাগো বাঙালি দলের চেয়ারম্যান এবং বিএনএ’র মহাসচিব মেজর ডা. শেখ হাবিবুর রহমান (অব.), গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান মো. আশরাফ আলী হাওলাদার, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগের (বাকশাল) চেয়ারম্যান মাহবুব আলম, জাতীয় গণতান্ত্রিক দলের (জাগো দল) চেয়ারম্যান রকিব উর রহমান খাঁন চৌধুরী, দেশ রক্ষা অন্দোলনের চেয়ারম্যান কৃষিবিদ ওয়ারেসুল হাসান সিদ্দিকী, সম্মিলিত নাগরিক পার্টির চেয়ারম্যান ম্যানুয়েল সরকার, বাংলাদেশ মানবাধিকার পার্টির চেয়ারম্যান ডা. আফরোজা বেগম হ্যাপিসহ বিভিন্ন দলের নেতারা।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ১৫, ২০৮
এমএইচ/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।