ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বিএনপি

কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মে ১৩, ২০১৮
কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বিএনপি নেতারা

ঢাকা: ঢাকায় বিভিন্ন দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষ নেতারা। রোববার (১৩ মে) বিকেল সোয়া ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বিএনপি সূত্র বলছে, বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়া, ফ্রান্স, স্পেন, নরওয়ে রাষ্ট্রদূত, কানাডা, যুক্তরাজ্য, জাপান, রাশিয়া, ভারত, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি ও ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টরও উপস্থিত রয়েছেন।

আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ,  রিয়াজ রহমান, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, নির্বাহী সদস্য জেবা খান, তাবিথ আউয়াল প্রমুখ।

 

বিএনপির গুলশান কার্যালয় সূত্র জানায়, দেশের রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়ার রায়, খুলনার নির্বাচন নিয়ে ব্রিফ করতেই কূটনীতিকদের সঙ্গে বসেছেন বিএনপি নেতারা।  

তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মে ১৩, ২০১৮
এমএইচ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।