ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

আওয়ামী লীগ

গাইবান্ধা জেলা ছাত্রলীগের রক্তদান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৫ ঘণ্টা, মে ৮, ২০১৮
গাইবান্ধা জেলা ছাত্রলীগের রক্তদান কর্মসূচি ছাত্রলীগের রক্তদান কর্মসূচি

গাইবান্ধা: ‘রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি’ এ শ্লোগানকে সামনে রেখে আসন্ন রমজান মাসে রক্তের চাহিদা পূরণের লক্ষে গাইবান্ধা জেলা ছাত্রলীগের উদ্যোগে রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (৮ মে) ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি আসিফ সরকার ও সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন মামুনের ঐকান্তিক প্রচেষ্টায় এ কর্মসূচি পালন করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী ডোনার ক্লাবের সহযোগিতা জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত রক্তদান কর্মসূচি চলে।

এসময় জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরাসহ অন্যান্য তরুণরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেয়।

ছাত্রলীগ গাইবান্ধা জেলার সভাপতি আসিফ সরকার ও সাধারণ সম্পাদক মোছাদ্দেক হোসেন মামুন বাংলানিউজকে বলেন, ছাত্রলীগ সব সময় মানুষের সেবা করতে বদ্ধপরিকর। এ লক্ষে আসন্ন রমজান মাসে রোগীদের রক্তের চাহিদা পূরণের জন্য রক্তদানে মতো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।  

পর্যায়ক্রমে মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, মে, ০৮, ২০১৮
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।