ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতাদের বৈঠক বিকেলে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৬, মে ৪, ২০১৮
বিএনপি নেতাদের বৈঠক বিকেলে

ঢাকা: বিএনপির সিনিয়র নেতা ও সম্পাদক পর্যায়ের বৈঠক শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিত হবে।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সকালে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচন, ৭ মে সুপ্রিম কোর্টে খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে দুদকের আপিল শুনানির পরবর্তী করণীয় কী হবে তা নিয়ে সভায় আলোচনা হবে।

সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, যুগ্ম মহাসচিব ও সম্পাদকরা উপস্থিত থাকবেন বলে জানান টিপু।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মে ০৪, ২০১৮
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।