ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

বিএনপি

ইউনাইটেডে খালেদার চিকিৎসা চায় সুপ্রিম কোর্ট বার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
ইউনাইটেডে খালেদার চিকিৎসা চায় সুপ্রিম কোর্ট বার খালেদা জিয়া

ঢাকা: দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন।

মঙ্গলবার (২৪ এপ্রিল) সমিতির অডিটোরিয়ামে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। যিনি বিএনপির ভাইস চেয়ারম্যানও।

তবে সংবাদ সম্মেলনে বারের সরকারপন্থি কোনো সদস্য উপস্থিত ছিলেন না।

লিখিত বক্তব্যে জয়নুল আবেদীন বলেন, “আমরা জানতে পেরেছি, খালেদা জিয়ার বর্তমান অবস্থা খুবই খারাপ। তিনি বিভিন্ন জটিল রোগে শয্যাশায়ী। দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী সমিতির সদস্য হিসাবে আমরা উদ্বিগ্ন। ”

“আমরা মনে করি, এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। একজন বৃহৎ রাজনৈতিক দলের নেত্রীকে নির্জন কারাঘরে বন্দি রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাই সরকারকে অনুরোধ করছি কাল বিলম্ব না করে কারাগারের বাইরে দেশের স্পেশালাইজড হাসপাতাল (ইউনাইটেড হাসপাতালে) পাঠিয়ে চিকিৎসা দেওয়ার জন্য। ”

জয়নুল আবেদীন আরও বলেন, “কোনো টাকা আত্মসাৎ না হওয়া সত্ত্বেও বানোয়াট-ভিত্তিহীন কাগজপত্রের ওপর ভিত্তি করে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দিয়ে নির্জন কারাগারে নিক্ষেপ করেছে। ”

“আমরা দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আস্থাশীল। আশা করি আগামী ৮ মে দেশের সর্বোচ্চ আদালত সব দিক বিবেচনায় খালেদা জিয়াকে জামিন দেবেন। ”

সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যরিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনসহ বারের বিএনপিপন্থি সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।