ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

জাপার ৯ বছরে দেশে গুম, খুন হয়নি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
জাপার ৯ বছরে দেশে গুম, খুন হয়নি

সিলেট: জাতীয় পার্টির ৯ বছরে দেশ পরিচালনায় বর্তমান সময়ের মতো গুম, খুন হয়নি বলে মন্তব্য করেছেন পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী এ বি এম রুহুল আমিন হাওলাদার।

তিনি বলেন, বিএনপি, আওয়ামী লীগের অত্যাচারের জবাব জনগণ ভোটের মাধ্যমে দেবেন।  

রোববার (২২ এপ্রিল) দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

আগামী ৯ মে (বুধবার) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে জাতীয় পার্টির বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

তিনি আরো বলেন, তৎকালীন সময়ে আন্দোলন শুরু করলে দেশ ও জনগণের স্বার্থে এরশাদ স্বেচ্ছায় পদত্যাগ করেন। আগামী ৯ মে সিলেট বিভাগীয় মহাসমাবেশ সফল করে এরশাদের হাতকে আরো শক্তিশালী করতে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

জাপা মহাসচিব বলেন, দেশকে আধুনিক রাষ্ট্রে পরিণত করতে জাতীয় পার্টির বিকল্প নেই। সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে ক্ষমতায় আনতে হবে।

পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাপার আহবায়ক এ টি ইউ তাজ রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিআরডি প্রতিমন্ত্রী, পার্টির প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নুরুল ইসলাম ওমর, যুগ্ম-মহাসচিব ইয়াহইয়া চৌধুরী এহিয়া এমপি, সাংগঠনিক সম্পাদক মুনিম চৌধুরী বাবু এমপি প্রমুখ।

জাপা’র কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জেলার সদস্য সচিব মো. উছমান আলী চেয়ারম্যান ও মহানগর শাখার সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুমের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ, সুনামগঞ্জ জেলা জাপা নেতা আনম অহিদ কনা মিয়া, মৌলভীবাজার জেলা জাপা নেতা শাহাব উদ্দিন, হবিগঞ্জ জেলা জাপা নেতা শংকর পাল, কেন্দ্রীয় সদস্য ও সিলেট জেলা মহিলা পার্টির সভানেত্রী নাহিদা আক্তার চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।