ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ

ঢাকা: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শুক্রবার (২৭ এপ্রিল) তার দেশে ফেরার কথা রয়েছে।

রোববার (২২ এপ্রিল) জাতীয় পার্টির পক্ষ থেকে পাঠানো এক প্রসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সোমবার (২৩ এপ্রিল) রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর রওয়ানা দিবেন তিনি।

তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সুনীল শুভ রায়, রতনা আমিন হাওলাদার ও  মেজর মো. খালেদ আখতার (অব.)।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
পিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।