ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিএনপি

‘নোংরা রাজনীতি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
‘নোংরা রাজনীতি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে’ বক্তব্য দিচ্ছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ। ছবি: বাংলানিউজ

সিলেট: বাংলাদেশ চরম ক্রান্তিকাল অতিবাহিত করছে মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, রাজনীতিতে প্রতিযোগিতার বিকল্প নেই। কিন্তু প্রতিহিংসার মাধ্যমে বিরোধীপক্ষকে গুম ও মামলা দিয়ে নিশ্চিহ্ন করার নোংরা রাজনীতি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এ থেকে পরিত্রাণ পেতে প্রয়োজন আন্দোলন। ঘরে কিংবা হলরুমে প্রোগ্রাম নয়, রাজপথ দখল নিতে হবে। তাহলে রাজনীতিতে পরিবর্তন আসবেই। 

শনিবার (২১ এপ্রিল) বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী গুমের ৬ বছর উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।  

সকল গুম হওয়া ব্যক্তিদের ফেরত দেওয়ার দাবিতে সিলেট জেলা বিএনপির উদ্যোগে ‘ভিন্ন মতাবলম্বীদের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম ও আগামীর রাজনীতি’ শীর্ষক এ সভার আয়োজন করা হয়।

 

বিএনপিপন্থি বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ বলেন, মানসিকভাবে বিপর্যস্ত করতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। জনগণ ঐক্যবদ্ধভাবে রাজপথে নামলে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।  

‘আর তখনই গুম হওয়াদের ফিরে পাওয়া সম্ভব হবে। উন্মোচিত হবে সকল গুম নির্যাতনের রহস্য। তাই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। ’ 

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল গাফফারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সম্মিলিতি পেশাজীবী পরিষদের সভাপতি ডা. শামীমুর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন প্রমুখ।  

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আলী আহমদের পরিচালনায় আলোচনা সভায় গুম হওয়া বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ভাগনি ফাতেমা বিনতিন, নিখোঁজ ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনারের বাবা ডা. মঈনুদ্দিন আহমদ, ইলিয়াসের নিখোঁজ গাড়ি চালক আনসার আলীর স্ত্রী মুক্তা বেগম ও নিখোঁজ ছাত্রদল নেতা জুনেদ আহমদের ছোট ভাই হাসান মঈনুদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল হক, মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমসহ আরো অনেকে।

বাংলাদেশ সময়: ২২২৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
এনইউ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।