ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

অস্ত্র মামলায় ২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
অস্ত্র মামলায় ২ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চার্জশিট

ঢাকা: রাজধানীর গুলিস্তানে ফুটপাতের দোকান উচ্ছেদের সময় অবৈধ অস্ত্র ব্যবহারে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে দায়ের করা মামলার চার্জশিট দাখিল করেছে শাহবাগ থানা পুলিশ।

রোববার (১৫ এপ্রিল) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গোলাম নবীর আদালতে চার্জশিটটি উত্থাপন করেন শাহবাগ থানার জিআরও মাহমুদুল হাসান।

মাহমুদুল হাসান জানান, গত ১১ এপ্রিল শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন সিএমএম আদালতে চার্জশিটটি দাখিল করেন।

মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হবে।

২০১৬ সালের ২৭ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গুলিস্তানের ফুটপাত উচ্ছেদের সময় ডিএসসিসির কর্মচারীদের সঙ্গে ছাত্রলীগও অংশ নেয়। এসময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ও ওয়ারী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান তাদের কাছে থাকা আগ্নেয়াস্ত্র থেকে ফাঁকা গুলিবর্ষণ করেন।

ওই ঘটনায় শাহবাগ থানার এসআই মো. মান্নান ছাত্রলীগের ওই দুই নেতাসহ অজ্ঞাত পরিচয় আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
এমআই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।