ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

নির্বাচনে বিএনপির জয়ের কোনো সুযোগ নেই: হানিফ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
নির্বাচনে বিএনপির জয়ের কোনো সুযোগ নেই: হানিফ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জনগণ উন্নয়নের পক্ষে, অগ্রগতির পক্ষে। জনগণ কখনই সন্ত্রাস-দুর্নীতি চায় না। তাই আগামী নির্বাচনে বিএনপির জয়লাভের কোনো সুযোগ নেই।

তিনি বলেন, আগামী সংসদ নির্বাচনে কে কতো পার্সেন্ট ভোট পাবে তা ভোট এলে বোঝা যাবে। আমরা বলেছি নির্বাচনের জন্য প্রস্তুতি নিন, যথাসময়ে নির্বাচন হবে।

সে নির্বাচনে কার কতো জনপ্রিয়তা সেটা দেখা যাবে।

শনিবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার পিটিআই রোডে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সাইকেল র‌্যালি উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, এতিমের টাকা আত্মসাতের অভিযোগে দণ্ডিত হয়ে কারাগারে আছেন খালেদা জিয়া। দণ্ডিত কয়েদিকে আন্দোলন করে মুক্ত করা যায় না। তাকে মুক্ত করতে হলে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই যেতে হবে। আন্দোলন করে তাকে মুক্ত করা যাবে না।

এ সময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মী এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা মার্চ ২৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।