ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয় পার্টি

সোহরাওয়ার্দীর সমাবেশস্থলে এরশাদ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
সোহরাওয়ার্দীর সমাবেশস্থলে এরশাদ সমাবেশস্থলে হুসেইন মুহম্মদ এরশাদ। ছবি: সুমন শেখ

ঢাকা: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশে যোগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার (২৪ মার্চ) সকাল সোয়া ৯টার দিকে তিনি সমাবেশস্থলে প্রবেশ করেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান।



** জাপা’র সমাবেশে অংশ নিতে সোহরাওয়ার্দীতে নেতাকর্মীরা

এর আগে পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দীন বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসেন খান, সালমা ইসলাম, আব্দুস সাত্তার, বিরোধী দলের চিফ হুইফ তাজুল ইসলামসহ  পার্টির  অন্যান্য নেতাকর্মীরা মঞ্চে আসেন।

এদিকে সমাবেশে অংশ নিতে সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল সহকারে প্রবেশ করছেন জাতীয় পার্টি ও সম্মিলিত জোটের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এসময় তারা নির্বাচনী বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এখনো আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু না হলেও সাংস্কৃতিক মঞ্চ থেকে দেশাত্মবোধক গান পরিবেশিত হচ্ছে।

মূল মঞ্চের পশ্চিম পাশে নির্মাণ করা হয়েছে ছোট আরেকটি মঞ্চ। সেই মঞ্চ থেকে গান পরিবেশন করছেন শিল্পীরা। বাউল শিল্পীদের গানের সঙ্গে তাল মেলাচ্ছেন সমাবেশে আসা কর্মী-সমর্থকরা।

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৮
এসকেবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।