ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপি নেতা শাহান শাহ মারা গেছেন 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
বিএনপি নেতা শাহান শাহ মারা গেছেন 

গাজীপুর: গাজীপুরের টঙ্গী থানা বিএনপি’র সভাপতি ও গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহান শাহ আলম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শুক্রবার (১৬ মার্চ) দিনগত রাত ৩টার দিকে রাজধানীর উত্তরায় তার নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৮।

গাজীপুর জেলা বিএনপির যুগ্ম ও দফতর সম্পাদক ডা. মাজহারুল আলম বাংলানিউজকে জানান, শাহান শাহ আলম দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। রাজধানীর উত্তরায় নিজ বাসায় শুক্রবার (১৬ মার্চ) দিনগত রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন।  

শাহান শাহ আলমের মৃত্যুতে গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, পৌর বিএনপির সভাপতি মীর হালিমুজ্জামান ননী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সোহরাব উদ্দিন ও সাখাওয়াৎ হোসেন সবুজ মরহুমের শোক সন্তুপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৮
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।