[x]
[x]
ঢাকা, বুধবার, ৬ আষাঢ় ১৪২৫, ২০ জুন ২০১৮

bangla news

জাতীয় পার্টি সংবিধান-গণতন্ত্রে বিশ্বাস করে 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-০৮ ৮:০১:০৯ পিএম
বক্তব্য রাখছেন বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ/ছবি: বাংলানিউজ

বক্তব্য রাখছেন বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ/ছবি: বাংলানিউজ

ফেনী: জাতীয় পার্টি সংবিধান-গণতন্ত্রে বিশ্বাস করে, রক্তের রাজনীতি-ধ্বংসের প্রতি কখনোই সমর্থন ছিল না বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

তিনি বলেন, দলের প্রত্যেক নেতা-কর্মী শান্তিকামী। জাতীয় পার্টি বিশ্বাস করে দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিপুল ভোটে নির্বাচিত হয়ে দলটি জনগণের পাশে দাঁড়াবে। 

বৃহস্পতিবার (৮ মার্চ) ফেনীতে বৃহত্তর নোয়াখালীর নেতা-কর্মীদের নিয়ে আয়জিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আনিসুল ইসলাম বলেন, মানুষ জাতীয় পার্টিকে বিশ্বাস করে। দলটির ৯ বছরের শাসনকাল দেশের মানুষ দেখেছে। দেশের উন্নয়নের কেন্দ্র জাতীয় পার্টি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার।

আগামী ২৪ মার্চ ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ফেনী জেলা জাতীয় পার্টির আহ্বায়ক রিন্টু আনোয়ারের সভাপতিত্বে এ মতবিনিময় ও কর্মী সমাবেশে অংশ নেন কেন্দ্রীয় কমিটির নেতারাও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম। 

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮ 
এসএইচডি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa