[x]
[x]
ঢাকা, শুক্রবার, ৮ আষাঢ় ১৪২৫, ২২ জুন ২০১৮

bangla news

খালেদার মুক্তির দাবিতে কুমিল্লায় বিএনপির অবস্থান ধর্মঘট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-০৩-০৮ ৬:৪১:২৩ পিএম
বিএনপি'র অবস্থান ধর্মঘট। ছবি: বাংলানিউজ

বিএনপি'র অবস্থান ধর্মঘট। ছবি: বাংলানিউজ

কুমিল্লা: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কুমিল্লায় দু’টি পৃথক অবস্থান ধর্মঘট পালন করেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৮ মার্চ) কুমিল্লা নগরীর কান্দিরপাড় অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে এ অবস্থান ধর্মঘট দু’টি পালন করা হয়।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু সমর্থিত কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা অবস্থান ধর্মঘট পালন করেন। 

এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ জাহাংগীর আলম, মহানগর বিএনপি নেতা আবদুর রওফ চৌধুরী ফারুক, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ও জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ প্রমুখ।
বিএনপি'র অবস্থান ধর্মঘট। ছবি: বাংলানিউজ

এরপর বেলা সাড়ে ১১টায় কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াসিনের নেতৃত্বে আরেকটি অবস্থান ধর্মঘট পালন করা হয়।

এতে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা যুবদলের সভাপতি আমিরুজ্জামান আমির, শহর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিনসহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa