ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

বিএনপির জন্য নির্বাচনের দরজা সবসময় খোলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
বিএনপির জন্য নির্বাচনের দরজা সবসময় খোলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাতের অভিযোগে এখন জেলহাজতে। তিনি একজন চিহ্নিত অপরাধী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো অপরাধী অংশ নিতে পারবে না। তবে বিএনপির জন্য নির্বাচনের দরজা সবসময় খোলা।’

শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারায় চলন্তিকা টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধনের পর এক প্রশ্নের জবাবে ইনু এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘অপরাধী, কুচক্রি, খারাপ মানুষের জন্য গণতন্ত্র নয়।

গণতন্ত্র ভালো মানুষদের জন্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত। ’
 
চলন্তিকা যুব উন্নয়ন সংস্থা আয়োজিত ও আরকে কনস্ট্রাকশনের মালিক আনোয়ারুল কবির টুটুলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ শামসুল বারী, উপজেলা জাসদ সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এস এম আনসার আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আবু হেনা মোস্তফা কামাল মুকুল।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।