ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
হবিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ, গুলিবিদ্ধ ২০ হবিগঞ্জ

হবিগঞ্জ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২০ নেতাকর্মী গুলিবিদ্ধসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে শহরে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিকে গউছের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। এ সময় বাধা দিলে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।

এতে জেলা যুবলদলের সাধারণ সম্পাদক ইলিয়াছসহ ২০ জন গুলিবিদ্ধসহ অন্তত ৩৫ জন আহত হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হক বাংলানিউজকে জানান, বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করলে নেতাকর্মীরা বিশৃঙ্খলা সৃষ্টি করে। এসময় পুলিশ ৫৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে, বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ এবং রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় মেয়র গউছকে আটক করলেও পরে ছেড়ে দেয়।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ২০ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।