ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আওয়ামী লীগ

‘শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
‘শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে’ রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বক্তব্য রাখছেন

কুমিল্লা: রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, শিক্ষা খাতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে শেখ হাসিনা দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশে উন্নয়নের জোয়ার বইছে, যার প্রমাণ শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রায় সাড়ে ৪ শতাধিক প্রতিবন্ধীর মাঝে নগদ অর্থ-বস্ত্র বিতরণ ও উপজেলার ৮৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন মন্ত্রী।

মুজিবুল হক বলেন, ‘স্বাধীনের একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ করেন। এরপর আর কোনো সরকার এসে প্রাথমিক বিদ্যালয়ের প্রতি তেমন কোনো নজর দেননি। এরপর তারই সুযোগ কন্যা ক্ষমতায় এসে সব প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে শিক্ষাক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকার সারাদেশে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ল্যাপটপ বিতরণ করে প্রমাণ করেছেন ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশ আরও একধাপ এগিয়ে যাবে’।

চৌদ্দগ্রাম উপজেলা চেয়ারম্যান আবদুস সোবহান ভুঁইয়া হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি সামছুদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাঈন উদ্দিন, কুমিল্লা জেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা পরিষদের সদস্য ভিপি ফরুক আহমেদ, জেলা আওয়ামী লীগের নেতা আলী হোসেন, পৌর মেয়র মিজানুর রহমান, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল খায়ের, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আওয়ামী লীগ নেতা জিএম মীর হোসেন, ভ. আফতাবুল ইসলাম, আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগ আহ্বায়ক ও শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু, কাশিনগর ইউপি চেয়ারম্যান মোশারেফ হোসেন, চিওড়া ইউপি চেয়ারম্যান একরামুল হক, ঘোলপাশা ইউপি চেয়ারম্যান কাজী জাফর, কনকাপৈত ইউপি চেয়ারম্যান জাফর ইকবাল, গুণবতী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহাম্মদ খোকন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা অ্যাডভোকেট আয়েশা জামান শীমু প্রমুখ।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পর্যায়ের আওয়াময় লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।