ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

রাজনীতি

নির্বাচনকালীন সরকার গঠনের দাবি গণফ্রন্টের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
নির্বাচনকালীন সরকার গঠনের দাবি গণফ্রন্টের গণ ফ্রন্টের আলোচনা সভায় অতিথিরা-ছবি-বাংলানিউজ

ঢাকা: নির্বাচনকালীন সরকার গঠনের দাবি জানিয়েছে গণ ফ্রন্ট। শনিবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখা আয়োজিত এক আলোচনা সভায় এ দাবি জানান সদস্যরা।

প্রধান অতিথির বক্তৃতায় সংগঠনটির চেয়ারম্যান ও জাতীয় কর আইনজীবী সমিতির সভাপতি মো. জাকির হোসেন বলেন, আগামী জাতীয় নির্বাচন সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। তাই এই নির্বাচনে কোনো অরাজনৈতিক তত্বাবধায়ক সরকার নয়।

শেখ হাসিনাকে প্রধান রেখেই নির্বাচনকালীন সরকার গঠনের আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, ২০ দলীয় জোটের বর্তমান যে অবস্থা তাতে তারা শোচনীয়ভাবে হারবে। জোটের প্রধান দুর্নীতির দায়ে জেলে রয়েছেন। অন্য দলগুলোও জোট ছেড়ে দিচ্ছে। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকার গঠন করলেও তার ক্ষমতায় আসার সম্ভাবনা আছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৮
এমএফআই/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।