ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

লালমনিরহাটে যুবদল-বিএনপির ৩ নেতা কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৮
লালমনিরহাটে যুবদল-বিএনপির ৩ নেতা কারাগারে

লালমনিরহাট: লালমনিরহাট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস ছালাম ও জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেনসহ তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির অনশন কর্মসূচির মাঝপথে আদালতে জামিন নিতে গেলে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান মণ্ডল এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ১৬ ডিসেম্বর আওয়ামী লীগ-বিএনপির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ বিএনপির প্রায় ৪শ’ নেতাকর্মীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় বুধবার  আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর আব্দুস ছালাম, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন ও পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস কে হারুন অর রশিদ কল্লোলের জামিন
নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

লালমনিরহাট আদালতের সরকারি কৌসুলি (পিপি) আকমল হোসেন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad