ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

রাজনীতি

কুলাউড়ায় বিএনপির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৫ পুলিশ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৮
কুলাউড়ায় বিএনপির সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ৫ পুলিশ আহত বিএনপি নেতাকর্মীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় কর্মসূচি পালনে বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় পুলিশের উপ পরিদর্শকসহ ৫ পুলিশ হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে কুলাউড়া পৌরসভার সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির অবস্থান ধর্মঘট পালনের সময় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম, পুলিশ সদস্য সনাক কান্তি দাস, সাইফুল ইসলাম, সুব্রত তালুকদার, ইমাম উদ্দিন।

জানা যায়, বিএনপি নেতাকর্মীরা অবস্থান ধর্মঘট পালনের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে নেতাকর্মীরা। এসময় তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপি নেতাকর্মীরা। এতে আহত হন ৫ পুলিশ সদস্য। পরে পুলিশ তাদের ধাওয়া করলে পালিয়ে যায় নেতাকর্মীরা।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম মূসা জানান, বিএনপির নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে ৫ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় পুলিশ এসল্ট মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ১৩ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।