ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

হাত হারানো ছাত্রলীগ কর্মীকে প্রধানমন্ত্রীর অনুদান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
হাত হারানো ছাত্রলীগ কর্মীকে প্রধানমন্ত্রীর অনুদান শিবিরের হামলায় পঙ্গু ছাত্রলীগ কর্মীকে প্রধানমন্ত্রীর অনুদান

সিলেট: সিলেটে শিবিরের ধারালো অস্ত্রের কোপে পঙ্গুত্ব বরণকারী ছাত্রলীগ কর্মী শাহীন আহমদকে ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার (০৯ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিজ হাতে শাহীনকে অনুদানের চেক দেন প্রধানমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সরওয়ার হোসেন।



১৮ জানুয়ারি এই চেকে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী।  

গত বছরের ৭ আগস্ট নগরের সোবহানিঘাট জালালাবাদ কলেজের সামনে শাহীন ও আসিফ নামে দুই ছাত্রলীগ কর্মীর ওপর হামলার ঘটনা ঘটে। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওই ঘটনায় একটি হাত কেটে ফেলতে হয় শাহীনের।  

শাহীন আহমদ সিলেট সদর উপজেলার পীরপুরের টুকেরবাজারের নুরুল আমিনের ছেলে। তিনি মদন মোহন কলেজের শিক্ষার্থী।  

বাংলাদেশ সময়: ০০০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এনইউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।