ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

কিশোরগঞ্জে বিএনপির ১৫ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৮
কিশোরগঞ্জে বিএনপির ১৫ নেতাকর্মী আটক ছবি-বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিছিল বের করার চেষ্টাকালে জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গ‍াউসসহ ১৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর শহীদী মসজিদ চত্বর থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, জুমার নামাজের পর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে।

এ সময় পুলিশ তাদের বাধা দিলে নেতাকর্মীরা বাধা অতিক্রম করলে পুলিশ জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জালাল মোহাম্মদ গাউস, জেলা বিএনপির সহ সভাপতি রুহুল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়াসহ ১৫ নেতাকর্মীকে আটক করে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুশামা মোহাম্মদ ইকবাল হায়াত বাংলানিউজকে বলেন, নাশকতার চেষ্টাকালে তাদের আটক করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) পুলিশের ওপর হামলার ঘটনায় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়াসহ ৭০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।