ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বিএনপি

যুবদল-ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৮
যুবদল-ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া

ময়মনসিংহ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ করেছে উত্তর জেলা যুবদল ও ছাত্রদল। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

এতে যুবদল নেতা ভিপি শামছু, সৈয়দ তৌফিক, ছাত্রদল নেতা ঝুলন, মামুন, সোহেল ও ইলিয়াস আহত হন।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের মধ্য বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা যায়, খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ঘোষণার পরপরই উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক শামছুল হক শামছু ও পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সৈয়দ তৌফিকের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেন যুবদল-ছাত্রদল নেতা-কর্মীরা।  

এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা ইলিয়াছ, সোহেল রানা, ছাত্তার, আলিম, শমশের, মিলন, শহীদ, রাসেল, আনোয়ার, রুকন, কাঞ্জন, জুয়েল, মীর সবুজ, শরীফ, আলম, মনি, আনোয়ার পাশা, মজিবর, মিরাজ, লাল্টু, জুয়েল, লাখ মিয়া, মাজারুল, রাসেল, ছাত্রদল নেতা নূরুজ্জামান সোহেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৮ 
এমএএএম/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।