ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৫ নেতাকর্মী বহিষ্কার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৫ নেতাকর্মী বহিষ্কার বহিষ্কারের নির্দেশনা সম্বলিত বিজ্ঞপ্তি

সিলেট: চাঁদাবাজি মামলায় অভিযুক্ত সিলেট ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় নির্বাহী সংসদ। 

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাইফুর রহসান সোহাগ ও সাধারণ সম্পাদক এস. এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়।  

বহিষ্কৃতরা হলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জালাল আহমদ জনি, সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান ডেনেছ, সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ, ছাত্রলীগ কর্মী ফয়ছল আহমদ ও কাবিলুর রহমান সুহেল।

 

গত ১২ জানুয়ারি রাতে শাহজালাল সার কারখানা এলাকায় আবাসিক ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান আহমদ নির্মাণ সংস্থা অ্যান্ড এস রায়হান ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপক আব্দুল মান্নানকে অপহরণ করে ফেঞ্চুগঞ্জ রেলস্টেশন এলাকায় নিয়ে চাঁদা দাবি করে আটকে নির্যাতন করেন ওই ৫ ছাত্রলীগ নেতাকর্মী। এসময় তাকে সাদা কাগজে স্বাক্ষর রেখে উপজেলার ফেরিঘাট এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়।  

এ অভিযোগে ১৪ জানুয়ারি ছাত্রলীগের ৫ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন ওই ঠিকাদার। এর পরিপ্রেক্ষিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ তাদের বহিষ্কার করে।  

সিলেট জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি শাহরিয়ার আলম সামাদ বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ৯টার দিকে বহিষ্কারের নির্দেশনাটি জানতে পেরেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা জানুয়ারি ১৭, ২০১৮
এনইউ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।