ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাজশাহীতে জামায়াত-শিবিরের দুই নেতা আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
রাজশাহীতে জামায়াত-শিবিরের দুই নেতা আটক আটক জামায়াত-শিবিরের দুই নেতা

রাজশাহী: রাজশাহীতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই নেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা।

রোববার (১৪ জানুয়ারি) দুপুরে মহানগরীর শাহ মখদুম থানার আমচত্ত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- রাজশাহী মহনগরের মেহেরচণ্ডী পূর্বপাড়া এলাকার বাবর আলী মন্ডলের ছেলে মিলন শেখ (২৮) ও নাটোর জেলার বড়াইগ্রাম থানার গুরুমশীল গ্রামের মোখলেছুর রহমানের ছেলে রাশিদুল ইসলাম (২৪)।

 

এদের মধ্যে মিলন ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ক্রীড়া সম্পাদক ও বর্তমানে মহানগর ২৬ নম্বর ওয়ার্ড (পূর্ব) জামায়াতের সেক্রেটারি এবং রাশিদুল রাজশাহী মহানগর ইসলামী ছাত্র শিবিরের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক।  

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতে খায়ের আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দু’জনের বিরুদ্ধেই নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার বিষয়ে তথ্য রয়েছে।  

আটক মিলন ও রাশিদুলকে নাশকাতার ঘটনায় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৮
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।