ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

রাজনীতি

রাজশাহী জামায়াতের রোকন আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৮
রাজশাহী জামায়াতের রোকন আটক তসলিম আলম (ছবি: সংগৃহীত)

রাজশাহী: রাজশাহীর বিনোদপুর এলাকা থেকে তসলিম আলম (৪০) নামের এক জামায়াত নেতাকে আটক করেছে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

তসলিম আলম রাজশাহী মহানগরীর মতিহার থানার মির্জাপুর মহল্লার এম সেলিম মাইমানের ছেলে।  

সোমবার (০৮ জানুয়ারি) সকালে বিনোদপুর বাজার থেকে তাকে আটক করা হয়।

দুপুরে রাজশাহী মহানগর (আরএমপি) পুলিশের মুখপাত্র ইফতে খায়ের আলম বাংলানিউজকে জানান, তসলিম আলম ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি ছিলেন। এখন তিনি মহানগর জামায়াতের রোকন।

ইফতে খায়ের আলম বলেন, তসলিম আলমের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য রয়েছে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।